শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

১.
তোমাকে ভালোবাসার আয়ু
বুকের গভীরে বৃষ্টি নামায়
স্নায়ু থেকে পরমায়ু।

২.
হাতে হাত রেখে বলেছি 
এত আলো এত ভালো 
হৃদয় জ্যোতির্ময় উত্তপ্ত হয়ে উঠলে 
যেদিন তুমি তাকে হৃদয় দিয়ে ছুঁলে!

৩.
হেসে উঠি অকারণ, মনে-মনে বলি 
জীবনটুকু সেঁচে যেন সূর্যে-সূর্যে চলি।

৪.
সমর্পণের মন অরূপ পুনরুজ্জীবন
উদাস হয়ে তাকাই যখন জীবনপথের বাঁকে
দেখি সে বাঁক নিয়েছে আমার অভিমুখে! 

৫.
সেইসব রাস্তা সেই পথঘাট 
ছলছল শব্দ ওঠে জলের 
গভীর রাতে শব্দ শুনি
তোমার চলাচলের! 

৬.
হাত পেতে দাও যত চাওয়া
রোদের গুঁড়ো রঙ 
তোমার কাছেই পাওয়া!

৭.
আঙুল দিয়ে আঙুল ছোঁয়া 
বয়ে যায় বেলা 
ফিরতি পথের আন্দোলনে 
হাজার তারার মেলা!

৮.
ঘোড়ার গ্রীবার মতো ভালোবাসা পাহাড়চূড়ায় 
তোমার ডাকে নক্ষত্র জ্বালায়, এক কম্পিত হৃদয়

৯.
এত-এত লিখি এতশত শব্দের খনি 
বলো তো আমার আগেই কি আমায় 
তুমি ভালোবাসোনি!

১০.
বুকের মধ্যে শব্দ হয় অবিরত ধারাপাত
তোমার গভীরে মহাসাগর খুঁড়ে
জমিয়ে রেখেছি জলপ্রপাত। 

১১.
দূর যত কাছে আসে, কাছ থেকে দূরে চলে যাই 
হৃদয়ের কাছাকাছি তখনই তোমাকে পাই! 

১২.
মনে-মনে হাসি খেলি মনে-মনে পাশে বসি 
মনে-মনে গান গাই, মনে-মনে ভালোবাসি। 

১৩.
তুমি কী গভীর অনির্দেশ, ঘূর্ণির ভিতরের ঝড়
মনস্কতা ছিনিয়ে আনে তোমার কণ্ঠস্বর।

১৪.
তোমার জন্য তোমায় লিখি অক্ষরের ফেনা 
সবুজ মনোক্রমের দেশে তোমায় জানাশোনা 

১৫.
শত স্রোতে ভেসে যাওয়া একখানি নদী
মুগ্ধতার খোঁজে তাকে ডাক দিই যদি 
পাড় ভাঙে পাড় গড়ে কত লেখাজোখা 
সেই পাড়ে একদিন তোমার সঙ্গে দেখা।

Comments