পারমিতা

মেহের আলির মতো মুখ ফুটে বলা হয় না 
সব ঝুট হ্যায়। 

বসে-বসে টবে সাজানো চন্দ্রমল্লিকার ক্ষয় দেখি। 
ঝুঁকে পড়া জীর্ণ হলুদ গাঁদা।

কেউ আসে না 
আমার ভেতরের ফিসফাস ছাড়া 
আর কেউ আসার নেই এই বোকা বাগানে।

এক-এক করে কিসসাগুলো আসে,
বেগুনি ধূসর লাল নীল কিসসাগুলো 
বিগত জীবনের। চোখের সামনে ঢলে পড়ে।

হিমভেজা রাতে আমার ভেতরে 
মেহের আলি আবার চেঁচিয়ে বলে ''সব ঝুট হ্যায়"।

কিসসা সব ঘষে-ঘষে মুছতে চেষ্টা করি। 
তবু মোছার নয়।

আমি মন দিয়ে এখন চোখ তুলে দেখি 
হলদে চাঁদের ক্ষয়।

Comments