আমরা
নিজের করণীয় ভুলে যাচ্ছি
ডানাভাঙা পাখিগুলো হাতড়ায় পথ
রাস্তায় অনাথ শিশু হাতে-হাতে উচ্ছিষ্ট খাবার
সাজানো বাগান জুড়ে বেড়ে ওঠে চন্দ্রমল্লিকা
জল ঢালি। জন্ম নেয় রক্তবীজ
হেমন্তের ফসলে গন্ধ মাখে কীট
খেয়ে ফেলে রক্ত মজ্জা
শিরদাঁড়াহীন মানুষগুলো এখনও ঈশ্বর সাজে
আমরা নির্দ্বিধায় তাদের স্যালুট জানাই
Comments
Post a Comment