আজ অনেক মুহূর্ত পরে, কুয়াশা তোমায় ছুঁলাম
লালিমাসম্পৃক্ত রাস্তায় তুমি হেঁটে চলেছিলে
তোমার আলতো অনুরাগ
আমার চুলের বিন্যাস বেয়ে নেমে
চিবুকে পড়ছিল আছড়ে
গাঢ় ধূসরের মধ্যে দিয়ে দেখতে পেলাম
মেঘের কোলে চিকন, লাল মুকুট,
সবুজের কিচিরমিচির
কার্নিভালের ঘন্টার ধ্বনিরাগ
দরজায় শব্দের মিছিল,
সানাইয়ের সুরে রাগ মালকোষ
পায়ে-পায়ে লুটোপুটি খেয়ে,
কুণ্ডলীকৃত ধোঁয়াশাতে
মুছে গেছে কত অভিমান
শিমুলঝরা রাস্তা হেঁটে বসন্ত চৌকাঠে
লাল আবিরে উড়ছে প্রেম, বাতাসের সাথে
ধূসর অশ্রু
একটা কবর খুঁড়ছি
খুঁড়েই চলেছি সেই কতদিন ধরে
চরমতম যন্ত্রণার ধূসর ছায়া দেখি
পৃথিবী জানে না কোথায় কে কবে নিখোঁজ হলো
খেয়ালে রোজ হাঁটে গোল-গোল...গোল-গোল
রাত বাড়লেই কুকুর কাঁদছিল
আমার মন্দবাসাও আজ হারিয়ে গেল
আবার একটা মৃত্যু
ডানা ভেঙে পড়ে গেলাম এক গহ্বরে
ওখানে মনে হলো প্রচুর আলো আর অক্সিজেন
তৃপ্তিতে চোখ গেল জুড়ে
ঘোর কেটে যেতে বুঝলাম, আমি কাফনবন্দি
সব দরজা রুদ্ধ। মাধবীলতা রাখা ছিল মাথার পাশে...
মৃত্যু সে আমার, চাই না হাত পেতে নিতে, হারাতেও না
অধিকার, ভালোবেসে কিংবা দ্বন্দ্বে
গোপন প্রিয়া
ভেবেছি রোজ, দেখেছি স্বপ্ন
অনেক ক্রোশ হেঁটেছি একসাথে
কোনোদিন কেউ বলিনি, ভালোবাসি
রাস্তা নিয়েছে বাঁক, আছে শুধু ফেসবুক
সময় পেলে ছুঁয়ে যায় হাত ছবিতে
হয়নি কখনও বলা, দু'জনের মুগ্ধতা
নেমেছে প্রবল ধারা, কাছে থাকা আরও কিছুক্ষণ
ভোরটা যেন রোমান্টিক রাত, স্বপ্ন বিলি কাটে অলিগলিতে
"যাবার আগে বলে যেও", শুধু বলেছিল পাশে এসে
Comments
Post a Comment