রহিত ঘোষাল

পালকের তুলনায় হৃদয়

প্রত্যেকের জন্য বরাদ্দ থাকে কিছু চোখের জল,
নিজের ও অপরের।
তার ওপারে অজানা পৃথিবীর দরজা,
সেই জগতে পুনরাবৃত্তির জায়গা আছে।
মনুষ্যজন্মের উপযুক্ত সময়
আমরা পার করে এসেছি।
এখন শুধু বিস্তীর্ণ মাঠের উপর অন্ধকার,
আর কান্নায় ভেঙে পড়া গাছ
আগলে রাখে গোর।

Comments