তানিয়া ব্যানার্জি

বৈশাখ 

এ-বৈশাখে কোনো দহন নেই
নেই তেমন জ্বালাপোড়াও।

বরং আমার ঘরভর্তি এক প্রকাণ্ড কুয়ো খু্ঁড়ে রেখেছে কেউ, 
থইথই জল...
জলের ভেতর ভারী।

কী আশ্চর্য! দু'কাঁধে জলের ড্রাম নিয়েই জলের মধ্যে ডুবে থাকে অবিরাম 
চোখের ভেতর নদী, নদীর ভেতর অন্তঃসলিলা। 

অথচ বোঝবার একটুও জো আছে?
ওপরটায় সরাদিন চড়া রোদ মেখেই শুয়ে থাকে ওই জলের মধ্যে
দু'চোখে আলো ফেলতেই তীব্র আগুন...

এমন জলজ আগুনই তো চেয়েছিলে কন্যা!
কত নেভা বৈশাখী কচি শিমুলের লাল লুকোনো আজও।

Comments