বন্ধুত্বের সিঁড়িগুলো
ছোটোবেলার বন্ধুরা আর আগের মতো নেই
কেউ কিছু টাকার মুখ দেখে ভালোয় বদলে গেছে
বদলে যাওয়াটা স্বাভাবিক।
কৌশলে জিজ্ঞেস করা খুব কঠিন;
কেন-না কেউ-কেউ তীর্যক দৃষ্টিতে দেখেই ভাব অন্যমনস্ক;
দেখে মন ভাবে, ছোটোবেলার কথা
বড়ো হয়ে ভুলে যায় কত দ্রুত
এখন সম্মুখে দাঁড়ালে অপরিচিতের মতো লাগে।
বন্ধুরা আমাকে দেখে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে আমার মনটাকে
এই বুঝি কিছু চেয়ে বসবে
এভাবেই বন্ধুত্বের সিঁড়িগুলো
সবল হয়ে উঠে যায় অনেক উঁচুতে।
তুমি তোমার বন্ধুকে ভালোবাসলেও
তোমার বন্ধুর কাছে তুমি অচেনা অতিথি এখন এক
তুমি অবাক না-হলেও অবাক হবে তোমার চোখ
যখনই ভেসে উঠবে বন্ধুর মুখ, একটু হলেও দুঃখানুভব করবে মন তোমার।
Comments
Post a Comment