ভক্তগোপাল ভট্টাচার্য

সম্পর্কের মায়াজাল

শুধু ঝরে পড়ার শব্দ জানি 
আমরা যারা রয়েছি মরশুমি লতায় 
কিংবা চিরবসন্তের ভিড়ের সান্নিধ্যে
জল আলো হাওয়ায় হিরণ্যগর্ভ অমৃতময় 
প্রকৃতি স্বদেশ, হয় না কখনও কৃপণ 
আসলে তোমরা ধুলোয় চলা কেউটেসাপ,
শুধু পতঙ্গের মতো আঁকাবাঁকা রেখা 
সময়ে-অসময়ে পাঁজরের পাশ ছুঁয়ে শব্দগুচ্ছের ঝাঁপি 
নিজেকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করাই, ভালো থাকার জন্য।
লেগে আছে অতৃপ্ত মনের লুকোচুরি সংঘাত 
সবটাই চোখে লাগানো মোটাপাওয়ারের চশমা দিয়ে দেখি
একমাত্র পাকা ধান শোনাতে চায় উল্লাস 
আসলে আলোর দেশে থামাতে ভালোবাসি,
প্রাচুর্যে বিলীন হয় সম্পর্কের  মায়াজাল।

Comments