আয়নার আয়োজন
চতুরঙ্গ, প্রমাণিত উদাহরণ।
সেগুনকাঠের সিঁড়িতে গড়াগড়ি খাচ্ছে উন্মাদ
আপ্যায়ন নেই। সমাজবিরোধ ?
প্রতিবেশী ছায়াপথ। সঙ্কেত নিয়ে হেঁটে যায় যে-নাবিক
সে কি জানে বহুব্রীহি সমাসের অর্থ
সামান্যই লিখি। ভয়ে সবটা লিখি না
ভিতরে ঝিঁঝিঁ ডাকে,
মনে করিয়ে দেয়, "শালা তুইও একটা মুখোশ"
থুতনিতে জল জমেছে, নৌকা ভাসানো যাবে
ওদিকে শীত খেয়ে উঠে এসেছে যে-টিকটিকি—
তাকে ম্যানহোলের বিবরণ দেওয়া বৃথা
বহুবছর আগে এক স্বাভাবিক-রাতে উন্মত্ত সিঁড়িঘরে জানালার কাচ ফেটে গেছে।
ঝিঁঝিঁটা বলে, "ইউ শ্যুড আস্ক ইওরসেল্ফ"
Comments
Post a Comment