অনলাইনে প্রথম বর্ষপূর্তি, সামগ্রিকতায় সাত বছর
মুক্তধারা-র পথচলার এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রথমে প্রিন্টেড পত্রিকার চেহারায় নিয়মিত ত্রৈমাসিক এবং অনিয়মিত প্রকাশ, তারপরে বই প্রকাশনার উদ্যোগের সংযোজন এবং একবছর আগে অনলাইন পত্রিকায় পরিণত হয়ে প্রতিমাসে নিয়মিত প্রকাশ—এই হলো মুক্তধারা-র এখনও পর্যন্ত কাজের বিভিন্ন ধারার সংক্ষিপ্তসার। এইসব প্রচেষ্টা সফলভাবে পালন করা খুব সহজ হতো না আমাদের লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ ও অংশগ্রহণ ছাড়া। এছাড়াও অবশ্যই আমাদের ২২ বছরের পত্রিকা ভাষা-র সম্পাদনা ও প্রকাশের অভিজ্ঞতা প্রতিনিয়ত দারুণভাবে সাহায্য করে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে, মুক্তধারা থেকে মুক্তধারা অনলাইন -এর এই সফরে যখন যে-চেহারাতেই এই পত্রিকা এসেছে, তার পরিকল্পনা ও সাজসজ্জা একইভাবে প্রশংসিত হয়েছে। প্রকাশনা হিসাবে মুক্তধারা-র ব্যানারে যে-কয়েকটি বই ছাপা হয়েছে, তাদের জন্যও আমরা একইরকম প্রশংসা পেয়েছি। আমাদের লেখকেরা প্রথম থেকেই এই পত্রিকার জন্য লিখতে ভালোবেসেছেন, পাঠকের মনোযোগও আমরা একইভাবে পেয়েছি। সম্পাদক ও প্রকাশক হিসাবে এর থেকে বড়ো অর্জন আর কী হতে পারে!
অনলাইন পত্রিকার দ্বিতীয় বছরে পা রাখার ঠিক আগের মুহূর্তে আগামীদিনের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তার মধ্যে অন্যতম হলো, মুক্তধারা অনলাইন -এর প্রতিমাসে প্রকাশকে মাসে একবার প্রকাশে সীমাবদ্ধ না-রেখে পুরো মাস ধরেই ছড়িয়ে দেওয়া। অর্থাৎ মুক্তধারা অনলাইন "এখন প্রতিমাসে"-র পরিবর্তে "এখন মাসের যে-কোনো দিন, যে-কোনো সময়"। এইরকম একটা উপায় নেওয়া গেলে, আমরা আরও বেশি উপাদান দিয়ে প্রতিটি মাসকে সাজাতে পারবো বলে মনে হয়। অবশ্য এখনও কিছুই চূড়ান্ত নয়। আপনারাও এ-বিষয়ে নিজেদের মতামত আমাদের জানাতে পারেন। অনলাইন পত্রিকার সঙ্গে জড়িত আরও কিছু ভাবনা আছে। তবে সে-সব এখনও একেবারেই প্রাথমিক স্তরে। ভাবনাগুলো আরও একটু দানা বেঁধে উঠলে, এই সম্পাদকীয় কলমেই আমরা তার ঘোষণা করবো।
আপাতত এই পর্যন্তই। মুক্তধারা অনলাইন -এর প্রথম বর্ষপূর্তি সংখ্যা সজ্জিত হয়েছে কবিতা, গল্প ও প্রবীণ কবির আত্মজীবনীর নতুন পর্ব দিয়ে। আমাদের অন্যান্য সংখ্যার মতো এই সংখ্যাও আপনাদের প্রশ্রয় লাভ করুক।
~ রাহুল ঘোষ
২৩ মে ২০২৪
বুদ্ধপূর্ণিমা | ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রচ্ছদ ছবি-ঋণ : পুত্রী কুসুমাওয়ার্ধানি / আনস্প্ল্যাশ
অসাধারণ কতগুলি কবিতা পড়লাম।
ReplyDelete