রহিত ঘোষাল

একদিন বিসর্জন দিতে এসে দেখলাম 
ক্ষণিকের অতীত ভেসে উঠলো,
ধুলোবালি মাখা তীর্থের কাকের মতো
মুরলী-গোধূলি আকাশ,
বৈরাগীর তখন‌ হুঁশ নেই,
ভাগচাষির চোখে, শিরদাঁড়ায়, পেশিতে
বিক্ষোভের লাফালাফি, কাদাজমি থেকে
পিঠোপিঠি বাচ্চারা কেঁদে ওঠে,
অসংখ্য প্রজাপতিদের ঘি-আগুনে
ঝাঁপিয়ে পড়তে দেখি,
সেইসব ছাই দিয়ে তৈরি হয় মরুভূমির
স্তোত্র, অস্থি থেকে উঠে আসে শ্লোক,
মেঘে-মেঘে আরোহীদের জাপটাজাপটি,
ঝাপটাঝাপটি, 
ছিঁড়ে যায় হবিষ্যান্ন রাখা কলাপাতা।

Comments