ইমতিয়াজ কবির

পোড়া রক্তভরা পুতুলশরীর
বহন করে চলেছি আমরা!
আশা, স্বপ্নভরা তারারা জ্বলছে।
তেপান্তরের মাঠ পেরিয়েও রক্তরা সঙ্গী আবারও!
তবু শুনছি কেবল নিজেরই নিঃশ্বাসের শব্দ।
ক্যাকটাস ঘেরা নীল-কমলার বিদ্যালয়ে
ছুটির ঘন্টাও ক্রমশ ক্ষীণ—
মরা দিঘির চরা ডাঙায় রক্তাক্ত তাজা প্রাণ
মাংস খাবার আশায়, জমায়েত শকুনের দল!
রক্তাত্ত ধূসর পৃথিবী, নিষ্ঠুর স্বার্থোন্মত্ততার বিষময় ফল
মরণাপন্ন রোগীর আত্মীয় উন্মাদনায়
কঠিন শর্ত আরোপিত রক্তদাতা সংগ্রহের।
ব্লাড ব্যাঙ্কের কর্তব্যের বিস্মরণ—
স্তম্ভিত সমাজ এহেন তাচ্ছিল্য-নৃশংসতায় !
তবু রক্ত ঝরে শরীরে মননে অবিরাম 
সিক্ত হয় ভূমি অকালবোধন বসন্তে।

Comments