দীর্ঘ পর্ব-পর্বান্তর অতিক্রম করে, এই জুনেই শেষ হয়েছে ভারতীয় গণতন্ত্রের মহোৎসব—লোকসভা নির্বাচন। নতুন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেছে। আসলে, পুরোনো সরকার-ই এসেছে নতুন করে। দেশের মানুষের কাছে তাদের ১০ বছরের শাসনকালকে ১৫ বছরের দিকে নিয়ে যাওয়ার আদেশ পেয়েছে তারা। তবে এবার তাদের শক্তি কমেছে কিছুটা, আর বিরোধীদের সংখ্যা বেড়েছে ততটুকুই। এই যে ওঠাপড়া, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ৭৭ বছরের এই বিরাট স্বাধীন প্রজাতান্ত্রিক দেশে, অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্যেও এত বিপুল-সংখ্যক মানুষের মতাধিকার প্রয়োগের এই ধারাবাহিক ইতিহাস আমাদের অন্যতম অহংকার। পৃথিবীর আর কোনো দেশে ঠিক এমন নজির আর একটিও নেই। কিন্তু ভারতীয় গণতন্ত্রকে নিয়ে যতই গর্ব করি না কেন, ভারতীয় বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ নিয়ে গর্ব করার কোনো সুযোগ প্রায় কখনোই আসে না! এবারেও তার ব্যতিক্রম হয়নি। সারাদেশে কোনো নির্বাচন নিয়েই দল, মত ও পথের বিরোধ থেকে সৃষ্ট কোনো সংঘর্ষের কথা আজকাল আর প্রায় শোনাই যায় না। কিন্তু পশ্চিমবঙ্গে তো নির্বাচন মানেই হুমকি, ধমকি, সংঘর্ষ, রক্তপাত, জীবনহানি...অর্থাৎ প্রায় সবরকমের মনখারাপ করে দেওয়া বিষয়সমূহ! এবারের নির্বাচনও এই রাজ্যে সেই একই ছবি রেখে গেল আমাদের সামনে।
রাজনীতির ময়দান যে দাবার বোর্ডের মতোই এক বৌদ্ধিক যুদ্ধমঞ্চ এবং সেখানে প্রাধান্য বিস্তার করার জন্য যে মানুষের রক্ত ঝরাতেও দ্বিধা করে না কেউ-কেউ, সেই নিষ্ঠুর বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখেই যেন এবারের মুক্তধারা অনলাইন -এর প্রচ্ছদে রক্তাক্ত শতরঞ্জকে তুলে ধরেছেন আমাদের প্রচ্ছদ-চিত্রশিল্পী। আগের সংখ্যার সম্পাদকীয়তেই লিখেছিলাম, মুক্তধারা অনলাইন -এর ভবিষ্যৎ প্রকাশ নিয়ে বিভিন্ন পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তার মধ্যে আপাতত একটি আমরা আগামী সংখ্যা অর্থাৎ জুলাই ২০২৪ থেকেই শুরু করে দিতে চাই। সেটা হলো, জুলাই ২০২৪ থেকে মাসিক সংখ্যা হিসেবে মুক্তধারা অনলাইন আর একসঙ্গে প্রকাশিত হবে না। জুলাই ২০২৪ থেকে সারামাস জুড়ে মনোনীত লেখা ও শিল্পকর্মগুলো প্রকাশিত হবে। অর্থাৎ জুন ২০২৪ পর্যন্ত যেভাবে একমাসের মধ্যে বেছে নেওয়া সব লেখা ও ছবি একসঙ্গে প্রকাশিত হতো, সেই পদ্ধতি আর থাকবে না। এখন থেকে আমাদের কাছে প্রেরিত যে-কোনো সৃজন আমাদের ভালোলাগার হয়ে উঠলে, আমরা প্রকাশ করে দেবো সময়-সুযোগ মতো যে-কোনো দিনে, যে-কোনো সময়ে। অর্থাৎ মুক্তধারা অনলাইন হয়ে উঠবে আরও বেশি খোলামেলা; আক্ষরিক অর্থেই আরও 'মুক্তধারা'। পত্রিকায় লেখা ও ছবি পাঠানোর জন্য বাকি সব নিয়ম একই থাকবে। আমাদের ধারাবাহিক বিভাগও যথারীতি প্রকাশিত হবে। শুধু তাদের একসঙ্গে প্রকাশিত হওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে বিশেষ কোনো সংখ্যার পরিকল্পনা করা হলে, আগের মতো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিশেষ সংখ্যার সব লেখা একসঙ্গেই প্রকাশ করার চেষ্টা করা হবে। পাঠক, লেখক, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মুক্তধারা অনলাইন যেভাবে স্বীকৃতি পেয়ে এসেছে, ভবিষ্যতেও তাই-ই পাবে—এইটুকুই আমাদের আশা।
সম্পাদক, মুক্তধারা অনলাইন
২৩ জুন ২০২৪
আপনার সিদ্ধান্তকে কুর্নিশ জানাই। আমার একটা প্রস্তাব ছিল, সারা বছরের নির্বাচিত কবিতা ও গদ্য বা অন্যান্য লেখা নিয়ে একটি মুদ্রিত সংখ্যা করতে পারলে আমার মনে হয় ভালো হতো।
ReplyDeleteহ্যাঁ, নির্বাচিত মুদ্রিত সংকলন প্রকাশ করার কথাও আমাদের পরিকল্পনায় আছে। বিষয়টি চূড়ান্ত হলে, ঘোষণা করা হবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Delete