বন্যা ব্যানার্জি

রোজ গলির মুখে হকার
চিৎকারে, গড়ায়
মাছওয়ালার গামলার ভেতর খলবল করে ওঠে আঁশটে গন্ধ।
হারানো গানের কলিতে সুর ভাঁজতে-ভাঁজতে আমি সংসার সাজাই।
ছুঁয়ে থাকি প্রতিটি ভাঁওতায়।
সূচে সুতো ভরে জুড়ে রাখি আলো আমার আলো! 
চেনা হকারের কাছে সওদা হয়ে যায় প্রতিটি রাতের মালিকানা।

Comments

Post a Comment