নীরবতা আর অন্ধকার
একই বিনিসুতোর সেতুর
এপার-ওপার।
কম্প্রোমাইজে বাঁচিয়ে রাখা
আলো-আঁধারির সম্পর্কের খেলা
রোজ আতপের ঘ্রাণ বাঁচার অভ্যেস
ইটস আ গেম
জিতলে রূপকথা হাতের মুঠোয়
হেরে গেলে ভেসে যায় চিতার ওম
গোধূলি আর উষা দু'জনেই ছড়ায় আবির
খুঁজে নিতে হবে কোনটা নিজের...
Comments
Post a Comment