শোণিতপ্রেমে ভেজাতে এসেছিল প্রথম রাত্রির মতো শব্দমূলের শুরু হয়ে!
কী ভয়ংকর সে-আকর্ষণ; অচলদৃষ্টির মতো স্তব্ধতা পেয়ে বসেছিল বার্ষিকে! তবু কত মধুর সে-অজ্ঞানতা।
বিকীর্ণ ব্যাপ্তিতে শস্যদানা ছড়িয়ে অনুমেয় প্রাপ্তির পথ রেখে গেছে দু'টি অনঘ চোখে।
হায় ব্যর্থ প্রত্যয়; আমার অজ্ঞানতা!
মাটি খুঁড়ে তল পেয়েছি জলের, নিদাঘ তাপের দেখেছি ঠান্ডা অবসাদ; আগুনেরও ক্লান্তি দেখলাম চুপ জোছনায়!
এই বুঝি প্রেম? শুধু হাতড়াই দাহ্য দ্যোতনায়!
ভালো। অনঘ কী?
ReplyDelete