অগস্ত্যযাত্রা
এখনও বিকেল
আবছা আলোয় মন বিহ্বল
মনের মধ্যে সংকেত ছিল
সিঁড়িভাঙা অঙ্ক সাজাতে গিয়ে মেলেনি সমীকরণ
সে-জন্যে দুঃখ নেই
হাওয়ায় একটা-একটা করে মেঘ ঢুকছে
রুক্ষ চুলের মাথায়
ভিজিয়ে দিচ্ছে অন্ধকার
প্রেমিকের নাম ভুলে যাই
তাই আমি প্রতিদিন সিঁড়ি ভেঙে পাড়ি দিই
অগস্ত্যযাত্রায়
গলন
নিষ্ঠুর হতে দেখেছি বারবার
নিষ্ঠুর হইনি
ছবির দেয়ালে সাজিয়ে রেখেছি ক্ষুধা
চাবুকে-চাবুকে পলেস্তারা খসে পড়ছে দেওয়ালের
নিষ্ঠুর হাসি নিয়ে ফিরে আসছে প্রাচীন শতাব্দী
যুদ্ধ আগেও ছিল
এখনও আছে
তাই নিষ্ঠুরতা বারবার ফিরে এলে
আমি চেয়ে দেখি তোমার মুখ
তুমিও নিষ্ঠুর কবিতা লেখো দুর্বোধ্য ভাষায়
সে-ভাষায় গলে যায় লুপ্ত আকরিক
আমি গলি না
Comments
Post a Comment