রামানন্দ সেন


প্রথম যখন ডাকলে, ঝরে পড়েছিল মেঘ থেকে গুঁড়িগুঁড়ি বারিদানা...
বৃষ্টি মেখে আমি ছুটে গিয়েছি গভীর অরণ্যে
ভেজা পাখির পালক কুড়িয়েছি...

দ্বিতীয়বার তোমার গান শুনে ভাসিয়েছি ভেলা
উত্তাল ঢেউয়ের মাথায় 
অন্ধকারে ছেঁকেছি ফসফরাসের আলো...

অন্তিমকালে যখন ডাকলে 
আমি ঊর্ধ্ববাহু, একখণ্ড পোড়া কাঠ, প্রাচীন মখমলের বিছানায়, বিবর্ণ পলেস্তারা খসা দেওয়ালে 
মৃত ক্যালেন্ডারের পাতা 
মাকড়সা-জালে আটক,
অর্থহীন ঝুলছে...

Comments