যেদিন সময়ের বয়স হবে বাহান্ন
সেদিন আবার নন্দনে যাবো।
চশমার পাওয়ারের সাথে সহস্র কিছু বাড়তে-বাড়তে তুমি তখন এক বৃক্ষ। কবি অর্জুন বৃক্ষ।
শব্দভাঙা ডায়েরি স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ, রিনরিন-সারাদিন গজল-গ্রামোফোন।
কতবার মনে পড়ে যায় শান্ত পুরুষচোখ, বিরল এক
নৈঃশব্দ্যের বিকেল,
চুপিসারে দলিত ঘাস মুখের কুলুপ খোলেনি অসময়ে,
পাছে প্রশ্ন এসে যায়
সমস্ত সন্ন্যাস কি বুদ্ধ হতে পেরেছে!
সকল বুদ্ধ কি যুদ্ধবিরোধ!
নিরাকার কবিতায় উড়ে এলে অসুখ; পায়ে-পায়ে পরমায়ু শব্দে বলে দেবো আদিম কিছু কথা।
ততদিন মুঠোয় ভরা থাক তোমার বাহান্ন বছর।
Comments
Post a Comment