অথইজল। অবৈধ নয়
তবু মুষলধার শুনলেই নৌকাসমেত এগিয়ে আসেন যে-জনৈক
সুদক্ষ কারিগরের মতো যিনি গেঁথে দেন প্রতিটি ফোঁটা—
পরিশ্রমী ঘাম থেকে নুনটুকু আলাদা করে তাঁকে দিই অবশিষ্ট জল
অথইজল। অবৈধ নয়
তিনি বোঝেন। আঁজলা ভরে নিয়ে নৌকায় তুলে দেন জলসমগ্র
জলদস্যুর হাত ভিজে যায় নিয়মিত মেঘে
বৃষ্টি। ঝরঝর।
চোখের জল।
নৌকা-সংলগ্ন হাহাকার থেকে গড়িয়ে যাচ্ছে শেষতম জখম...
অথইজল কিন্তু অবৈধ নয়
সুন্দর
ReplyDelete