পৌলমী ভট্টাচার্য


শুষ্ক হৃদয় পোড়া স্নানঘর, খেয়াল রাখে না 
ক্রোমোজোমের নিখুঁত বুনন। 
এক-তৃতীয়াংশ কার্বাইড মার্কা হাসি আর 
কালোজামের নিংড়ানো কষে চোবানো জাত-কান্না 
ঝরে গামছা চিপলে। 
ওহ্ হোয়াট আ হিলারিয়াস ক্লাইমেট! 

এসো মায়া, অভ্রের আদল হয়ে যাও
যেখানে চিকচিক করবে মিথ্যে প্রতিশ্রুতি 
আর মনমাতানো আমন্ড-সুবাসে বালতির জলকে 
জীবহত্যার দায়ে বন্দি করবে বোকা পুরাণ। 
এখন নিজের বলতে কেবল 
দূরদৃষ্টি, অশনে কোলাহল কিন্তু 

ভীমরতি ধরেছে চাঁদের আলোয়...

Comments