কাকলি দাস


তুমি যেও না, একান্তই এ-তোমার
হাওয়ায় না-ভেসে
থাকো এঘরে
একান্তই এ-তোমার...

প্রতি ইটে তোমার ঘ্রাণ
প্লাবিত চিবুক
একান্তই তোমার
তুমি যেও না

যে-হাওয়া রোজ বয়ে যায়
আমার বৃত্ত-পরিসরে
সেই শিলালিপি তোমার
স্বর্ণধূলা গাঁথা

Comments

Post a Comment