জয়িতা চট্টোপাধ্যায়

জীবনের শেষ ঘন্টায়
শেষ লেখা লিখে দিয়ে ফিরে যাবো
ফিরে যাবো ঘুমচোখে
খোলা জানালার পাল্লায় বসে 
ডাকবে মৃত্যু আমায়, বীভৎস গলায়

দুপুরের দুরন্ত হাওয়া, আর্ত অসুখ 
মনে পড়বে না কারও কোনো মুখ
আরও কয়েকটা বছর চেয়ে নেবো
পৃথিবীর কাছে হাত পেতে
আরও কিছু দিন চেটে-চেটে খাবো আদরের চাঁচি
আর কিছু জমা হবে অবসাদবিমায়
 
তারপর উড়ে যাবো, শেষে কিছু লিখে
শূন্য-শূন্য কিছু কৌটোতে শূন্য ভরে
সুদের হিসাব আকাশ-কাগজে মিটিয়ে।

Comments