অঞ্জন ব্যানার্জি

দীর্ঘ চলার শব্দমুখর পথে 
কত কাকলিকত আলোছায়া
কত পরিচয়নিবিড় আলাপ
ঘনিষ্ঠতাআড়ালে প্রবঞ্চনা
কখনও বাজে ইমনল্যাণ
কখনও শিবরঞ্জনী

সময়ে পড়ে জলে মলিন ছায়া

স্তিমিত হয় বাতাসের গতি

ঢেউ সুর বদলায়তার শব্দ ক্ষীণ

োধূলির আলো বিদায়ের সময় গোন

ক্রমে চারিপাশে নামে শব্দহীন নিস্তব্ধতা

 

জীবনের গোধূলিবেলায় কেন সঙ্গীবিহীন নৈঃশব্দ্য?সে কি প্রহরের অভিশাপ?

না ফিরে যাওয়া প্রথমদিনে

শব্দহীন অন্ধকার

অসম্ভূতিতে উত্তরণের প্রবেশিকা!

Comments