দীর্ঘ চলার শব্দমুখর পথে
কত কাকলি, কত আলোছায়া
কত পরিচয়, নিবিড় আলাপ
ঘনিষ্ঠতা, আড়ালে প্রবঞ্চনা
কখনও বাজে ইমনকল্যাণ
কখনও শিবরঞ্জনী।
সময়ে পড়ে জলে মলিন ছায়া
স্তিমিত হয় বাতাসের গতি
ঢেউ সুর বদলায়, তার শব্দ ক্ষীণ
গোধূলির আলো বিদায়ের সময় গোনে
ক্রমে চারিপাশে নামে শব্দহীন নিস্তব্ধতা।
জীবনের গোধূলিবেলায় কেন সঙ্গীবিহীন নৈঃশব্দ্য?সে কি প্রহরের অভিশাপ?
না ফিরে যাওয়া প্রথমদিনে
শব্দহীন অন্ধকারে
অসম্ভূতিতে উত্তরণের প্রবেশিকা!
Comments
Post a Comment