ঠিক এই মুহূর্তে
ঠিক এখন, কিছুই মনে পড়ছে না, এই মুহূর্তে
কোমরে অলংকার ছিল কিনা, হাতে শাঁখা-পলা, চুড়ি
বিশ্বাস করো, একটা হাওয়ার ঢেউ উড়ে পড়লো চোখে
বৃষ্টি না-হওয়া সকাল, চারিদিকে গুমোট মেঘ
নিজের ছায়ার পাশে দাঁড়ালে মানুষকে
যেভাবে অসহায় দেখায়, দেখলাম, আলোয় ভরে উঠলো চোখ
গাছেদের একমাত্র সর্বনাশের কারণ আজ জানলাম— বসন্ত
কোথাও কি আমার নাম ধরে কেউ ডাকছে, বলে দাও
আজ কোথাও যাবো না, মরণ ডাকলেও না।
--------------------------------
২০৫০
যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলে
দাঁড়িয়ে আছি— জানি এই
অপেক্ষার কোনো শেষ নেই তবুও
দাঁড়াতে ভালো লাগে
যেভাবে দাঁড়িয়ে থাকে অন্ধকারে
বেশ্যালয়, পুরুষানুক্রমে
নিজেকে খদ্দের মনে হয়।
Comments
Post a Comment