সমরেন্দ্র মণ্ডল


নিকষ অন্ধকারের বৃত্তে 
সেই মুখ ভেসে ওঠে 
ছেঁড়া-ছেঁড়া, যন্ত্রণার জাল ঘিরে রেখেছে।

কে তুমি পিঠ ঘুরিয়ে নিচ্ছ
লুডোর ঘুঁটি সাজিয়ে?
 
এসো, পথের ঠিকানা খুঁজে নিই 
পথের দখল নিয়ে 
পথই বলে দেবে পথের কথা।

নতুন সকালের তপস্যা 
অমানিশার জাল ভেঙে 
পৌঁছে দেবে সঠিক ঠিকানায়।

Comments

Post a Comment