অঞ্জন ব্যানার্জি


সীমান্ত ঢুকে গেছে গ্রামের ভিতর
পথে আড়াআড়ি ফাটল
দু'ধারে কাঁটার বন
আর প্রজাপতি বসে না
এ-বনের  ফুলের রেণু ও-বনে যায় না
প্রজাপতি হারিয়েছে মিলনের সুখ।এখন বন সাপেদের অধিকারে
বুনোফুলে সাপের বিষ
দুটি বনে একই রোদ্দুর
বিষের দহনে পাল্টে যায়
আকাশে শকুন পাহারা দেয়
ফুলেতে তাদের কালো ছায়া

Comments