স্থায়ী সংকেত এনেছে একফোঁটা
ভিতরের সবটুকু শ্রাবণ শান্তি
অশ্রু রামধনু গড়িয়ে পড়ে
ভাত-ঘুম জড়ো হয় চৌরাস্তায়
লেপ-তোষকের দেশে যেতে হবে আমাকে
সংবিৎ এসে ফিরে গেছে
গূঢ় নীল অগ্নিমূর্তির জ্বালাপোড়া
অন্যমনস্কভাবে পড়ে থাকে চায়ের কাপ
ফসকে যায় তরুণীর হাত
বন্ধন
আঘাতকাল অপশব্দের মতো নোনাজল
এনে রাখে
এনে রাখে মালাচন্দন
মাহেন্দ্রক্ষণ
Comments
Post a Comment