মনোজ অধিকারী

সম্প্রতি

কলি আরও ঘোর হয়ে এসেছে 

এমন ঘোরে আমি পুরোনো বান্ধবী খুঁজতে

দিশেহারা, অসহায়।


কাউকেও বোঝাতে পারলাম না

জন্মটা আমাদের হাতের নয়, এমনকি

মৃত্যুও চয়েসফুল নয়

এটা না তো ওটা, যে-কোনো একটা

বেছে নেবো।

 

ধুর, বাঙালি বলে কথা—

 

এতদূর যখন এসেছেন, এককাপ চা

খেয়ে যাবেন।



ফাটল

মানুষ হাঁটে না

শুধু রাস্তারা চলমান

যে-যার মতো বাঁক নেয় যেদিকে খুশি, পুরোনো

আদিকালের অভ্যেস

আবার দেখা হোক, রাস্তায়।  

 

এতদিন পর—

কারণ জানতে চাইলে বলবো, ভুল পথে

পা বাড়িয়েছিলাম তাই রাস্তারা শুধরে দিল

আজ তার ধুলোয়, দাগ।

 

আমি তো হাঁটিনি

শুধু শক্ত করে ধরেছিলাম গাছের ডাল

সেও একদিন ভেঙে যাবে, ভাবিনি।

 

বলো কেমন আছো?

বেঁচে থাকতে ইচ্ছে হয়? বলো আর কতদিন! 



picture.jpeg




Comments