আস্তে-আস্তে নিঃশ্বাস পড়ছে
উন্মোচনে মুখ উজ্জ্বল, উৎসবের মুখোশ।
খসে পড়াগুলো বদলানোর অভ্যাসে চলে,
সূর্য লুকিয়ে ফেলে আস্ফালন, মেঘেরা চাঁদকে ঘিরেই
অযাচিত অমাবস্যা মানুষের ধর্মপালনে অন্ধজন আলোর ভূমিকায়,
তারা-ওরা-আমরা, ওদের বাঁধভাঙা স্রোত একই গতিমুখ-বরাবরে,
একআকাশ আত্মার অস্তিত্ব খুঁজতেই
শিরদাঁড়াগুলো এক কঠিন বাক্যবিন্যাসে মানুষের উপন্যাস লিখে ফেলে।
ধুলোয়-ধুলোয় পথ ধুয়েছে, শুয়ে গেছে স্বপ্নগুলো অঙ্গুলিহেলনে,
মুঠোয় ধরা অধরা অতীত লিখে ফেলে এক মুক্তির ইতিহাস—
ছটফটানিগুলো এক বোধের নীরবতা পালনে।
ছাতারের দল নজর কেড়েছে আগেই,
হিমশিম খাওয়াগুলো খাবার আনছে পাতে,
নির্বিবাদী রোগগুলো খেলাধুলোর অনুষঙ্গবোধে ঠিকানাগুলোর ভবিষ্যৎ রোপন করে।
এভাবেই বুঝি মানুষ বদলে আবার মানুষই গড়ে ওঠে!
Comments
Post a Comment