রামানন্দ সেন

ঝরে গাঢ় কালো গুঁড়িগুঁড়ি জলকণা, বিভ্রমে মাখি অন্ধকার, বিষাদসিন্ধুতে কত আর ভাসি, কেউ তো বলোনি জলের নীলরঙে মিশে আছে নোনা চোখের জল, কেউ-ই বলোনি একবারও বেলাভূমি জুড়ে শুয়ে আছে অসংখ্য কঙ্কাল! জেগে উঠে দেখি, গাদা-গাদা গবাদিপশুর মধ্যে একা! ক'মুঠো ঘাস একটু দানাপানি যথেষ্ট ওদের। আমার চাই সাগরঢেউয়ে ভেসে আসা লাল টুকটুকে টমেটো, কাবুলের শুকনো আঙুর, আমার কোমরবন্ধনী হবে মরক্কোর চামড়ার! জারিত হরিণমাংস আমার মার্বেল-টেবিলচাতালে সাজিয়ে দেবে এক ইরানি যুবতী! সহস্র বছরের পুরাতন দ্রাক্ষার ফরাসি মদ আমি চাই! এভাবে বাঁচতে চেয়েছি কখনও! ক'আঁটি ঘাস-বিচুলি উদরে চালান করে জাবর কাটি! গবাদিপশুর মধ্যে একা, আমিও এক লোমশ পশু হয়ে নিদ্রাহীন বিষাদ-বিছানায় শুয়ে থাকি!

Comments