বিশ্বজিৎ মণ্ডল


মাঝেমাঝে নেমে আসে অলৌকিক অন্ধকার

মাঝপথে ঘুমিয়ে পড়ে তাড়া খাওয়া সরীসৃপ
ঈশ্বরের এখানে অবাধ আনাগোনা নেই
মাথার উপর উড়ছে ম্লেচ্ছ স্বাধীনতার পতাকা
রেল কলোনির অন্ধকারে জন্ম নেয় আরও কিছু
               ‌                                     জারজ স্বপ্ন
এখানে ফুলের কুমারীত্ব বলে কিছু নেই
গর্ভকেশর জুড়ে জেগে আছে গোপন পাপের দাগ
মন্দির ধ্বসে পড়ে, হিংসার প্লাবনে
শিশুরা গেয়ে ওঠে ভুল স্তব, বিকলাঙ্গ ঈশ্বরের নামে

দুর্বৃত্তরা আসে, প্রজন্ম যায়...
অত্যাচারে জেগে থাকে দুর্বৃত্তের ধাম
 

Comments