মিডিয়াম : অ্যাক্রিলিক পেইন্ট এবং অয়েল প্যাস্টেল 👇🏻
★ক্লাস এইটের ছাত্রী মেঘমালা ঘোষের ভালোলাগার দুটি বিষয় হলো নৃত্যশিল্প ও চিত্রাঙ্কন। নাচের প্রথাগত প্রশিক্ষণ নিলেও, ছবি আঁকায় সে অবশ্য প্রায় স্বশিক্ষিত। ইতিমধ্যে মেঘমালার আঁকা ছবি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ও উত্তরবঙ্গ সংবাদ -এর ছোটোদের পাতায়, এবং লিটল ম্যাগাজিন ভাষা ও মুক্তধারা অনলাইন-এ।
Comments
Post a Comment