নদীর ছায়া বাড়ে; পিছনে বিমুক্তি স্বাদকোরকের প্রৌঢ়ত্বের মতো দাঁতে দাঁত চেপে থাকে!
নুনের প্রবচন একবার জবাব চেয়েছিল; পাতে তখন অসংযম!
অথচ খেয়াল নেই আরও কত অসংযমী হতে পারতো!
পঁয়ত্রিশ বছর পিছনে পড়ে আছে আলুনি চোখমুখ আর পাত।
নদীর ছায়া বাড়ে; দীর্ঘশ্বাস আড়মোড়া দিতে-দিতে অনুতপ্ত হয় বঞ্চিতা এক হ্যালোফাইট সুন্দরীতে!
Comments
Post a Comment