অজিতকুমার সিংহ

রাত দখল করে নিয়েছে আমার ঘুম,
আর তুমি দখল করে নিয়েছো আমার মন।
আমার নেশার স্বপ্ন ভাঙবে কখন?
অগ্নিকে ধূম্র যেমন করে রাখে আবরণ;
ঠিক তেমন তোমার মায়াজালে
ঘুমিয়ে পড়েছি আমি এখন।

Comments