একথা সত্যি মেনে নিতে হয়
কিছু-না-কিছু থেকে যায় ভুল;
উন্মোচিত সময়ের কথায়
বেদনা অপার বিস্ময় লাগে ফুল!
জীবন মানে মিলন সেতুবন্ধন
জীবনে জীবনই তো মেশে—
নতুন ছন্দে বনস্পতিও হয় খুশি
মুগ্ধ মননে দুঃখ থাকে না অবশেষে।
আর ফুল সে প্রস্ফুটিত হয়ে
তাকিয়ে আকাশের দিকে
ভৃঙ্গারী নয়, ভৃঙ্গ পাখা মেলে তার কাছে আসে—
এ বড়োই ভাববার বিষয়;
কেউ জানে না কোন কথা যায় গো টিকে;
মধুর বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে অসীম উল্লাসে।
ভৃঙ্গের সাথে ফুলের পীরিত আজকে থেকে নয়
আনন্দ সার্থক করে তোলে; কেন-না তাদের থাকে না ভয়।
Comments
Post a Comment