আমার হারানো দুরন্তপনায়
যুদ্ধ নামে প্রতিরোধ মিছিলের মতো
তোমার সংস্রবে শীত করে খুব
তবু বারংবার কাঙাল হতে-হতে
আমি হারাই শেষরাতের ঘুম,
মেঘধোয়া বালিশ
আর
ধ্বংসের জন্য রাখি উন্মত্ততা
রাখি দু'হাতের তালুতে বধির শ্রাবণ
টেবিলে মুখ গুঁজে লিখতে-লিখতে
দুঃসহ কঠিন চাবুক পড়ে বুকে, পিঠে
আমি আত্মহারা স্বপ্নকে শপথ করে বলি—
এ নির্মম অন্ধকারেই আমার অমরত্ব।
Comments
Post a Comment