মামনি দত্ত

বিষণ্ণ প্যান্ডেল। বিমূর্ত চিত্রায়ণ 
বিচার চাই
অঞ্জলি করপুট প্রার্থনায় মন্ত্রোচ্চারণ

দেউটি নিভে গেছে
স্থির অন্ধকার,
অতীতগামী দুই জীবন
সজল চোখ। তবুও অঙ্গীকার

ঢাকের বোল,ভেসে চলা গান
আজ সেই সুরে অস্বীকৃত ক্ষমা
তুমি জাগো, জাগো কন্যা
দেখো, প্রতিটি জলন্ত হৃদয় যেন
শেষ বিদায়ী তিলোত্তমা।

Comments

  1. কবির আবেদনে কন্যা জাগুক। কন্যা জাগিয়েছে বাঙালির হৃদয়ের চাপা ক্ষোভের আগুন।

    ReplyDelete

Post a Comment