জয়িতা ভট্টাচার্য

ভিড় থেকে সরে যেতে-যেতে
শুধু পড়ে থাকে হাহাকার। নদী ঢেউ তোলে। মাঝি আসে-যায়। রাত হলে গাছে মাছ, জলে পাখি ভাসে। প্রাচীন মানুষ সবুজ মেরুদণ্ড হয়ে শুয়ে থাকে মাটির নিচে। ভিন্নতার অহংকারে ছলোছলো করে চাঁদ। কথারা চিৎকার করে।বিচার চায় নিঃশব্দে দেবতার দরবারে। অসময় এলে; জানি, সকলেই রাজা হতে চায়। মাটি আর গাছ 
নদী আর মাছ সকলে জানতে চায়,
রাজ্য তবে কার?
তোমার নাকি আমার!

Comments

  1. অধিবাসীদের প্রশ্ন রাজ্যটা কার? কোন অধিকারে দুর্নীতির চাষ।

    ReplyDelete

Post a Comment