বিশ্বজিৎ মণ্ডল

এত উপাসনার পরেও জ্বলে উঠলো না আলো...

অদূরে দাঁড়িয়ে রইলেন প্রকৃত যম
আলো-অন্ধকারে খেলা করা বাহান্নর শরীরে
                                          অপরিতৃপ্তির দাগ
অনর্গল করতাল বাজিয়ে ডেকেছি—পরলোক
কোথায় আজনবি পর্যটন?
পদতল বেয়ে হু-হু বয়ে যায়, মৃত্যুকূপের পরিচ্ছন্ন জল

আমি তো অশান্ত অঘোর সন্ন্যাসী
শ্মশানচারীর উচ্চারণে প্রতিবেলা উপচার করি
                                         প্রণয়িনীর মৃত্যুস্তব

Comments