তীর্থঙ্কর সুমিত

একাকিত্বের ভারে ক্রমশ বয়স বাড়তে থাকে
পাওয়া-না-পাওয়ার যত ইচ্ছেরা আজ
তোমার চোখে আমার হৃদভ্যাসের সব কথারা
প্রতিনিয়ত বদলে যেতে-যেতে কখন যেন
নিজের অজান্তে একক্রোশ পথ হেঁটে যায়
সিনেমার পর্দা টাঙানো প্রতি ঘরে-ঘরে
তবুও বদলে যায় না এ-যাবৎ পৃথিবীর রূপ
এ এক দারুণ সংগঠনের প্রতিকৃতির উদাহরণ 
হাল ছাড়লে ঝড়ে নৌকা ডুবে যায়
ভরাডুবি নদীতে মাছেরা আজ গল্প হারিয়েছে
বিশ্বাসে নিয়তি অসত্য নির্ণয়ে দোলা খায়
ফিরে এসো আজীবন বেঁচে থাকার কান্ডারি। 

Comments

Post a Comment