বিপুল শব্দে আছড়ে পড়ে ঢেউ
আগুনের পথে-পথে বিস্ফোরণে
ফেটে পড়ে, সকালের ঘর জুড়ে
এত অন্ধকার!
আলোর মতো সকাল কি আর আসে?
পাখিরা সব যায় যে নিরুদ্দেশে
উড়িয়ে দিতে মনখারাপের ডানা
শ্রাবণ-আকাশ বৃষ্টি আনে কই?
মাটির আসন গুমোট মেঘে ঢাকা!
বুকের ভেতর চাতক-চাওয়া আশা
সে তো কেবল অপেক্ষাতেই থাকে
দিনগুলো সব এমনই খাপছাড়া
অসুখ বয়ে আনে ছাপোষা জীবনে।
সুন্দর কবি
ReplyDelete