নীলচে-ধূসর ঘরের দেওয়াল
ঝুলে থাকা প্রবহমান পাখা
পাখির ডানার মতো নড়ছে
বাল্বের হলুদ আলো
এক কঙ্কাল ঘিরে এক ডাক্তার ও নার্স প্রেম-বিনিময়ে ব্যস্ত
থেতোর নল ঝুলছে
উন্মুক্ত লিঙ্গ
উন্মুখ ত্রিকোণভূমি
মেঝেতে গড়িয়ে যায়
অ্যাপ্রনমোড়া সুডৌল স্তন
হঠাৎ কঙ্কাল উঠে বসে
চোখের গর্ত থেকে
গড়িয়ে যায়
অসংখ্য কুঁচফল।
_________________
*থেতো : স্টেথোস্কোপ -এর আঞ্চলিক চলতি উচ্চারণ
Comments
Post a Comment