জয়িতা চট্টোপাধ্যায়

আমার সমগ্র দুঃখের ভেতর
নামে তোমার একটুকরো হাসি
আমি টের পাই শরীরে রক্তের চলাচল 
জ্বরের ঘোর থেকে বেরিয়ে আসে মুগ্ধতা 
সংবিগ্ন কিছু মেঘ নামে
নির্বাসিত হিম-অন্ধকারে 
এতবছর পরে গভীর বরফঘরে
স্মৃতিহারা বিভ্রান্তের মতন ফিরে আসি
উপভোগ করি রাতের স্বপ্নে তোমার অব্যর্থ প্রস্তাব 
আর দু'হাতে ছড়িয়ে দিই অভিশাপের মতন ছটফটানি।

Comments

Post a Comment