হিজলগাছের নিচে দাঁড়ালে
সমুদ্র এসে ভিজিয়ে দেয়
পথ খুঁজে না-পেয়ে
সম্মোহিত চাঁদ
জলকে জিজ্ঞেস করে
—তোমার স্নিগ্ধতা নেই?
নীরবতা বুকে নিয়ে নিষ্প্রভ হই
বাতিল হয়ে যাওয়া
বাতাসের কাছে
আমি মৃত্যু প্রার্থনা করেছি
শুষ্ক পাতার ধ্বনি আসে
নবীন সজ্জায়
পূর্ণিমার চাঁদ তখন শ্যামবাজারের শশী
ভালো কবিতা
ReplyDelete