দু'চোখ এখন অনাময়; তাই শরীর এই দু-তিনবছর পর খানিক শীর্ণ।
বাতাসে এখনও ভাসে বকুলসময় আর তার ছিটানো রঙ।
বার্ধক্যে আমার এই বিশ্ববিদ্যালয়-যাপন!
শেষদুপুরের বাস ফাঁকারাস্তায় যেভাবে আমার অহংকারের মতো উদ্ধত ধুলো উড়িয়ে ছুটছে—তা দেখে শুষ্কমনে জেগে ওঠে ক্যারাভান!
আমার ঘরে ফেরার গানে ছুটে আসে তন্দ্রা, তোমার শরীরটাকে নিয়ে আমার একলা-দেশে দেওয়ালের পটচিত্রের ভেতর মাখি বিমূর্ত বসন্ত; এভাবেই প্রতি দুপুরে আমার প্রেমের অশ্বমেধ ছুটিয়ে দখল করি অতিঘুমের অসম্ভব শূন্য অঞ্চলগুলো!
খুব সুন্দর কবিতা
ReplyDelete