অঞ্জন ব্যানার্জি

শব্দার্থের ছল নিয়ে বাঁচা

প্রতিমুহূর্তে কুজ্ঝটি শব্দের খেলা

যদি ধরা পড়ে যায়

মোলায়েম কুয়াশায় খোলসটা ঢাকা

বাসি পাউরুটিতে জ্যাম মাখা


আকাশটা জ্বলে গেছেঝরে শব্দের কণা

দেহে পড়লেই কুটকুট জ্বালানো 

শব্দলাভা-র মাঝ দিয়ে চলা

ধোঁয়াশায় বুকে জমা নোংরা পলি

সবুজ শব্দের চাষ মিথ্যা-কুহকিনী

কলির শকুনিদের গলায় শব্দের স্নোফল

যেন সহস্রকন্ঠে পেঙ্গুইন-ডাক

 উন্মার্গ পৃথিবীতে জাদুকরের মতো

হেঁয়ালি বর্ম গায়ে ওদের শব্দের কসরত

Comments