সুশান্ত সেন


আয়নার ভেতর মুখ দেখতে পাওয়া যায়।

সেই মুখ শীতে মাখামাখি
সাদা বরফের ছোটো-ছোটো কণা 
জড়িয়ে সে সাদা হয়ে থাকে,
সেখানে বিভ্রান্ত এক নদীস্রোত
পথ না-খুঁজে পেয়ে দিশাহারা 
সবসময় ইতস্তত।

এক গুজরাটি বন্ধু যখন 'ইতস্তত' শব্দটি
উচ্চারণ করেছিল, সেই অবাক হওয়া চাহনি মাঝে 
আয়নায় দেখে
মুখ এখন একটু প্রাণবন্ত।

এই ধেয়ে আসা ঝড়ের তাণ্ডবে
যতক্ষণ সে জীবন্ত, সেই সময়টুকু
উপহার দিও হে অনন্ত সময়।


Comments