নড়বড়ে বাঁশের সাঁকো
পেরিয়ে পৌঁছাতে চেয়েছি
আম-কাঁঠালঘেরা তোমার গ্রামে
বাঁশের ঝাড়ে জোনাকির খেলা
আবছা অন্ধকারে শুয়ে আছে সরু মেঠো পথ
আজ তো পার্বণের দিন
গাঁয়ে বসেছে মেলা
খড়-ছাওয়া মাটির ঘর
উঠোন জুড়ে এঁকেছো আলপনা
ফুল লতা লক্ষ্মীর জোড়া পা
শীতের সাঁঝ নামে
তুলসীতলায় জ্বেলেছো মাটির প্রদীপ...
বিউলিডালে মৌরি ফোড়নের সুবাস বাতাসে...
কোথায় সেই গ্রাম, হারিয়ে যায় পথ
শুকনো পাতার স্তুপে
পিছলে যায় স্মৃতির সরীসৃপ!
Comments
Post a Comment