রাজশ্রী বন্দ্যোপাধ্যায়


মৃত্যু-উপত্যকা থেকে একবার আলোতে ফিরতে চাই
বিশুদ্ধ আগুনের কাছে আয়ুরেখা ঝলসে নিই
রূপনারায়ণের পারে জন্মবৃত্তান্তের গল্পগুলো মাটির কাছে নেমে আসে
অস্তাচল থেকে আস্তাবল গুমোট অস্তিত্বের লড়াই
ব্যাসার্ধ পেরোতে গিয়ে কতবার বিচ্যুত হয়েছে অভিমুখ!
গভীর ক্ষততে কারণজল বড়ো উপশম বলে জানি
বালিয়াড়ি যত ভাঙে তত কাছে আসে জলরাশি
হরিণ-শিশু বা অজ দুই-ই গর্ভে নিরাপদ
ঝড়ের গতিকেই একমাত্র নিরপেক্ষ বলতে পারো
বাকি সবাই-ই ভীষণরকম পক্ষপাতদুষ্ট 
ছাদনাতলা থেকে কড়িখেলায় আত্মপক্ষ অনুশীলন 
গতিময় চিরাচরিত ব্যস্তানুপাত কিছু বাক্যদান 
রোদচশমা কলঙ্ক ঢাকার জন্য নয় 
চাইলেই মৃত্যুর সাথে সহবাস করা যায় না, 
মৃত্যু আবার নিয়তির প্রতি পক্ষপাতদুষ্ট

Comments